""বিশ্বাস নিয়ে নিশ্বাস ছাড়িয়ে""
তোমার প্রবল চাহনির আকর্ষণে যেন
তৎক্ষণাৎ বেসামাল হয়ে গেলাম,
সাদামাটা অকুটিল জীবনে মায়ায় পড়ে
বেহিসাবি মজনু রূপেই এলাম।
সহসা নিজ অজান্তে হৃদের গহিন বাসনায়
ফুটেছে প্রণয়ের প্রীতিপ্রদ ফুল,
মায়ার ফাঁদে আটকে গিয়ে আজ জীবনটা
মূল্যায়ন করতে হচ্ছে বহু ভুল।
বহুক্ষণ ধরে ফুটপাতে দাঁড়িয়ে
বিশ্বাস নিয়ে নিশ্বাস ছাড়িয়ে
গিয়ে ছিলাম দেখতে তোমায়,
আপন বাড়ির অভ্যন্তরে বসিয়া
নড়াচড়া নেই আড়ালে আসিয়া
একপলক দেখা দাওনি আমায়।
সুযোগ দেখে একা রেখে তখন
হারিয়ে গেলে কোথায়,
খোঁজতে খোঁজতে নাহি পেলেও
থাকবে স্মৃতির পাতায়।
প্রেম পাগলামির করুণ স্বভাব
হবেই হবে একদিন ইতি,
মিথ্যা ছিলো না তো এ অধমের
সত্যিকারের সেই প্রীতি।
কষ্ট লাগে দুঃখও লাগে আজ
কি'বা হতে কি'বাই হলো,
মন আর মস্তিষ্কে এখন অবধি
স্মৃতিটুকুই রয়ে গেলো।
বিশ্বাস নিয়ে নিশ্বাস ছাড়িয়ে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
358
Views
3
Likes
2
Comments
4.3
Rating