রাজপথে যারা প্রাণ দিয়েছে
রমনা, বটমূলে
আমরা তাদের কখনোই ভুলব না ।
শত শত ভাই বোনের
প্রাণ কেড়ে নিয়েছে,
শত শত ভাই বোনেদের
অপমান, নির্যাতন করেছে।
মনে হয় যেন,
আবার কালো রাত ফিরে এসেছে।
হে,
আমি তাদের কথাই বলছি ।
যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য
জীবন দিয়েছে।
যারা ২০২৪ সালের ১৫ ই জুলাই
যারা প্রাণ উৎসর্গ করেছে ।
আমি ১৯৫২ তে ভাষা আন্দোলন দেখেনি,
আমি ১৯৭১ সালের আন্দোলন দেখেনি,
কিন্তু, ২০২৪ সালের আন্দোলন দেখেছি ।
যা আমাকে সবসময় অতীতকে নিয়ে ভাবায়।
৫২ তে যারা প্রাণ দিয়েছে,
রফিক, বরকত, সালাম, জব্বার
নাম না জানা অনেকেই।
তাদেরকে আমি দেখেনি ।
কিন্তু তারা আজীবন আমাদের
মাঝে বেঁচে থাকবেন ।
২০২৪ সালের আন্দোলনের
মানুষ আমি দেখেছি ।
যারা তাদের মতো সাহসী, আসীম,
সতেজ, সরাগ, সবল
যারা দেশের জন্য কল্যাণ কামনা করে।
নিজের জীবন বাজি রেখে,
রুখে দাড়িয়েছেন।
আবু সাঈদ, মুগ্ধ , রাফি , রিয়া
জাফর, শান্ত, ফাহাদ,
দীপ্ত নাম না জানা আরো অনেকই।
আমার দেখা সেই ৫২ সালের
তেজি তরুণ ,
আমরা তাদের কখনোই ভুলবনা।
চির অমর হয়ে আছেন তারা আমাদের মাঝে।
অমর ২৪ শে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
169
Views
5
Likes
1
Comments
3.8
Rating