তোমার অপেক্ষায় (পর্ব ৬)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
#তোমার_অপেক্ষায়
#পর্ব ৬
বিকেলে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো।গল্পের মধ্যেই হঠাৎ নাইম বললো__
পূর্ণতা ঘরে একা একা কী করছে??ওকেও ডেকে নিয়ে আসো__আমাদের সাথে গল্প করুক ভালো লাগবে।
নিতি বললো__
হ্যা জান্নাত চলো তুমি আর আমি পূর্ণআপু কে ডেকে নিয়ে আসি।
__নিতি আর জান্নাত চলে গেলো পূর্ণতাকে ডাকার জন্য।
_ট্রুথ ডেয়ার খেললে কেমন হয়??অনিক এর কথায় আরাফ বললো__
_হ্যা ভালোই হবে। চলো খেলি।
_ওরা আসুক আগে তারপর খেলা শুরু করি।নিধির কথায় আকাশ বললো_
_আচ্ছা ওরা আসুক আগে
___________________________
_পূর্ণতা এসে নিধির পাশে বসলো।নাইম একটা কাচের বতোল নিয়ে আসলো।
_সবার আগে কে ঘোরাবে??আরাফ এর কথায় নিধি বললো__
__আমি আমি!
_বতোল ঘোরানোর পর বোতল ঘুরতে ঘুরতে ফারিনের দিকে থামলো।
__ট্রুথ নাকি ডেয়ার??আকাশের প্রশ্নে ফারিন একটু ভাব নিয়ে বললো_
_ডেয়ার।
_তোর ফোন আজকে সারাদিন আমার কাছে থাকবে।আকাশের কথায় ফারিন কাদো কাদো হয়ে বললো_
_এটা ঠিক না ভাইয়া।তুমি অন্যটা দাও।
_ডেয়ার নেওয়ার আগে মন ছিলো না।দে ফোন দে।
_ফারিন মুখটা কালো করে আকাশ কে ফোন দিয়ে দিলো।
তারপর ফায়াদ এর দিকে বতোল ঘুরলে
ট্রুথ নাকি ডেয়ার??
_ট্রুথ।
_ক্রাশ আছে নাকি যার জন্য বিয়ে করছিস না??ফায়াদের সহজ উত্তর __
_নেই।নাইম বললো
_ধুর শা***লা। তোর বিয়ে খেয়ে এই জীবনে মরতে পারুম না।নাইম এর কথায় হাসির রোল পড়ে গেলো।
এবার বতোল ঘুরলো আকাশের দিকে।ট্রুথ নাকি ডেয়ার?? ফারিন এর প্রশ্নে আকাশ বললো _
_ট্রুথ।
_জীবনে কয়টা প্রেম করছো??
_দাড়া হিসাব করে তারপর বলতেছি।
_থাক ভাই তোমার আর হিসাব করা লাগবো না।তোমার হিসাব করতে করতে রাত হয়ে গেলো।ফারিনের কথায় সবাই হেসে ফেললো।
এবার বতোল ঘুরলো পূর্ণতার দিকে।ট্রুথ নাকি ডেয়ার??নিধির প্রশ্নে পূর্ণতা বললো_
_ডেয়ার।
_কালকে তুমি আমাদের সাথে শাড়ী পরবা।পূর্ণতা তো পুরাই ভ্যাবাচেকা খেয়ে গেলো।আগে জানলে সে কোনদিন ডেয়ার নিতো না।
_এবার বতোল ঘুরলো আরাফ এর দিকে।ট্রুথ নাকি ডেয়ার? ফায়াদের প্রশ্নে আরাফ বললো_
_ট্রুথ।
_প্রিয় মানুষ আছে?
_আছে।সে আমার খুব কাছের। বুকের বা পাশে হাত দিয়ে বললো_সে আমার এখানে থাকে সবসময়।তার মায়াবী চোখে যখন আমি তাকাই তখন আমার পুরো দুনিয়ায় থমকে যায়।পুরো কথাটা পূর্ণতার দিকে তাকিয়েই বললো।
_বাহ ভাই বাহ বেশ রোমেন্টিক তো তুমি নাইম এর কথায় আরাফ হাসলো।

তখনি মাহমুদা ট্রেতে খাবার এনে বললো অনেক গল্প হয়েছে এবার সবাই নাস্তা করে নেও।

একদিম ঠিক সময় এসেছেন আন্টি।সেই কখন থেকে মনটা চা চা করছিলো।আকাশের কথায় নাইম বললো_
_তোরতো খাওয়া ছাড়া আর কোন কাজ নেই।
_তুই কি না খাইয়া থাকোস নাকি??তুই খাছ না??

কথা বাদ দিয়ে চা টাতো শেষ করো।ঠান্ডা হয়ে যাচ্ছে তো।মাহমুদার কথায় নাইম বললো_
_ওহ হ্যা হ্যা খাচ্ছিতো।
চলবে...... 🦋
201 Views
1 Likes
0 Comments
5.0 Rating
Rate this: