স্বাধীন দেশ উপহার

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন ।

কিন্তু, দেশটির মধ্যেমে আমি
নারী স্বাধীনতা দেখতে পাইনি।

কেন, বঙ্গবন্ধু কি নারীদেরকে
সেই স্বাধীন দেশ উপহার দেননি।

তাহলে কেন স্বাধীন দেশে শুধু
পুরুষরাই স্বাধীনভাবে বসবাস করবে।

কেন স্বাধীনদেশে নারীদের
স্বাধীনতা নেই।

কেন নারীদের এত অত্যাচার,
এত অবিচার, এত অন্যায় সহ্য করতে হয়।

একটি নারী কেন সবার বাধ্য হয়ে চলতে হয়।
কেন নারীরা রাতে রাস্তা ঘাটে বেরোতে পারে না।

কেন নারীরা একটি পুরুষের
মত চলাফেরা করতে পারে না।

কেন একটি নারী তার ইচ্ছে
মতো পড়াশোনা করতে পারে না।

একটি নারীকে প্রথমে তার পরিবারে
বাধ্য হয়ে চলতে হয়
তারপরে তার স্বামীর বাধ্য হয়ে।

কেন নারীদেরকে তাদের পাপ্ত সম্মান,
তাদের পাপ্ত ভালোবাসা,
তাদের পাপ্ত স্নেহ পায়নি।

কেন একটি নারী মাথা উঁচু
করে দাড়াতে পারে না ।
130 Views
8 Likes
3 Comments
5.0 Rating
Rate this: