আর কত মানুষ মরবে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আর কত দেখতে হবে ছাত্রদের মিছিল
আর কত দেখতে হবে ছাত্রদের লাশ।

আর কত দেখতে হবে ছাত্রদের রক্ত
আর কত দেখতে হবে ছাত্রদের ধ্বংস ।

আর কত চলবে এই সংগ্রাম
আর কত জীবন দিতে হবে ছাত্রদের।

আর কত শুনতে হবে মায়েদের কান্না
আর কত মায়েদের বুক খালি হবে।

আর কত ঝরবে রক্ত
আর কত মানুষ হবে আহত।

আর কত করবে ওরা হামলা
আর কত মারবে মানুষ তারা।
141 Views
6 Likes
4 Comments
5.0 Rating
Rate this: