ছাত্র দাবি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
একদিন ঘরে ফিরবো ছাত্র দাবি নিয়ে,
একদিন ঘরে ফিরবো ছাত্র স্বাধীনতা নিয়ে।

ছাত্ররা কারো কাছে করবে মাথা নত,
ছাত্ররা মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে ,
লড়ে যাবে বহুকাল।

রক্তের বন্যা বইছে আজ,
ছাত্র ছাত্রীদের বুকে।

পুলিশের গোলার আঘাতে ,
পাখির মতো মরছে মানুষ।

পুলিশের গোলার আঘাতে,
হয়েছে সব চূর্ণ- বিচূর্ণ ।

পুলিশ একদিন ধ্বংস হবে,
ফেরাউনের সম্ভাজের মত।
ক্ষয় হবে প্রতিটি পুলিশ ।

একদিন ঠিক ছাত্রদল,
ছাত্রদের দাবি নিয়ে ঘরে ফিরবে।

একদিন ঠিক ছাত্রদল,
বিজয়ের মালা নিয়ে ঘরে ফিরবে।
129 Views
6 Likes
2 Comments
4.6 Rating
Rate this: