হিন্দু মুসলিম অভয়কেই অনুরোধ জানাচ্ছি আমার লেখা, আল্লাহ তায়ালার তৈরি জান্নাত কেমন হবে।
কথা দিতেছি ইনশাল্লাহ পড়ার পর মনটা অনেক অনেক ভালো লাগবে আপনাদের ।
শুরু করা যাক,,,,,,,,
আল্লাহু তায়ালা জিন ও মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহু তায়ালা সেই ইবাদতেত অসীলায় তাদের জন্য পুস্কার রেখেছেন জান্নাত ।
জান্নাত শব্দের অর্থ হলো উদ্যআন, বাগান বাগিচা ।ফারসি ভাষায় যাকে বলে বেহেশত বলা হয়।
জান্নাত মানে শুরু বক্ষ বাগানি নয় :বরং তাতে থাকবে বাস্থান , অট্টালিকা এবং চরম সুখ সামগ্রীর এসব সব কিছু ,যা মানুষ কল্পনাও করতে পারে না।
সেখানে এমন সুখ থাকবেযাতে কোন দু:খের লেশ মাএ থাকবে না ।
এমন নির্মম শান্তি থাকবে । যাতে কোন দুঃখের লেশ মাএ
থাকবে না , এমন নির্মল শান্তি থাকবে যাতে কোন প্রকার প্রশান্তি মলিনতা নেই।
এত সুখ সম্পদ থাকবে, যার কাল্পনিক বর্ণনা দিতেও মানুষের মন অক্ষম। মানুষের কল্পনা সেটা আশা ও সম্ভব।
রাসূলুল্লাহ সাঃ বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু জিনিস প্রস্তুত রেখেছি ,
যা কোন চক্ষু দর্শন করিনি ,কোন কর্ন শ্রবল করিনি, এবং যার সম্পর্কে কোন মানুষের মনে ধারণাও জন্মায়নি।
তোমরা, চাইলে এই আয়াতটি পাঠ করিতে পারো,-(সাজদা ঃ ১৭ আয়াত বুখারী শরীফ)
সেই আয়াতে লেখা আছে ,যার অর্থ (কেউই জানে না তার জন্য কৃতকর্মের বিনিময় স্বরুপ ,নয়ন প্রীতিময় কি পুরস্কার লুকিয়ে আছে।
জান্নাতের সুখ অনুপম বেহেস্তের শান্তি অতুলনীয় । যেহেতু বেহেস্তর একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও অন্মধ্যস্থিত সবকিছু উপেক্ষা উওম। (বুখারী ৩২৫ নং)
জান্নাতের ধনুক পরিমান স্থান ,দুনিয়াতে যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তামিত হচ্ছে,যে সব বস্তুর চেয়ে ও উত্তম,,(বুখারী মুসলিম)
জান্নাতের সে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"কিয়ামতের দিন জাহান্নামিদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে , যে দুনিয়া সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে, তারপর তাকে বলা হবে
হে আদম সন্তান! তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সেই লোক বলবে না, আল্লাহর কসম।
"আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে ,যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল, তাকে জান্নাতে মাত্র একবার চুবানো হবে তারপর তাকে বলা হবে,
হে আদম সন্তান! তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট পেয়েছো, কখনো কি কষ্ট দেখেছো , তোমার কি কখনো বিপদ গেছে !
সে বলবে ,না! আল্লাহর কসম। আমার উপর কোনদিন কষ্ট আসেনি, এবং কখনো বিপদে দেখিনি।
(তাহলে আমরা একটু তো ধারনা রাখতে পারে আল্লাহ কতো সুন্দর ভাবে আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন , আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।)
চলবে,,,,
জান্নাত কেমন হবে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
711
Views
23
Likes
8
Comments
3.9
Rating