বাস্তব জীবন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন,,আশা করি অনেক অনেক ভালো আছেন ....!

আমাদের বাঙালিদের একটা বেশ পুরোনো প্রবাদ আছে,,

যে নিজের টা ষোল আনা আর পরের টা এক আনাও না ,,,

আসলে ভাবতে কিছু টা অবাক লাগে বিষয় টা ,, আর যদি বাস্তবতা দেখি তাহলে এই প্রবাদ এর সাথে অনেক টাই মিল আছে ,,

যেমন আমাদের বাঙালি কিছু পরিবারে নিজের মেয়েকে এক চোখ দেখে আর বাড়ির পুত্র বধূ কে অন্য চোখে দেখে ,,, আমার সবার একটা তারা এ রকম কেন করে …?

একটা মেয়ে নিজের বাবা - মা ভাই বোন আত্মীয় নিজের বাড়ি রেখে এসে যদি অপর একটা অজানা পরিবার কে আপন করে নিতে পারে তাহলে তারা নিতে পারে না ,,

আমি এমন কি অনেক পরিবারে দেখেছি পরিবারের মেয়ে পায়ের উপর পা তুলে ফোন টিপছে আর বাড়ির পুত্র বধূ কাজ করতে করতে তার অবস্থা নাজেহাল ।

এখন অনেক ভাববেন যে সেটা তার কর্তব্য যাকে আনা হয়েছে বাড়ির দেখা শুনা করবে নিজের পরিবার তৈরি করবে ঠিক আছে তবে যখন সংসার যখন কারো একার হয়ে যায় যখন সব দায়িত্ব সে ছারা অন্য কেউ সামলাতে পারবে তখন আসে এসব কথা ।

আর আমরা প্রায় দেখতে পায় কিছু পরিবারে যে তার পরিবারের পুত্র বধূ ঈদ উপলক্ষে বাবার বাড়ি গিয়েছে বেড়াতে গিয়েছে সকালে আর বিকাল বেলা তার শাশুড়ি থাকে ফোন দিয়ে বলে রাতে থাকার দরকার নেই আমরা আসছে শন্ধার পর চলে আসো …!

আচ্ছা এটা কোনো কথা হলো ,, আচ্ছা সবাই মানুষ তাহলে এই ভেদাভেদ কেন আপনারা যে এরকম করেন আপনার ও তো একটা মেয়ে বিয়ে দিয়েছেন এখন যদি তার শশুর বাড়ির লোকজন যদি আপনাদের মেয়ের সাথে এরকম করে তখন আপনারা কি করবেন …

আপনারা সবাই ভাবেন যে আমার মেয়ে অনেক আদরের তাকে কোনো কষ্ট দেয় সে আমার চোখের পানি এটা সত্যি তবে আপনারা যেই মেয়েকে পুত্র বধূ করে এনেছেন সেও তো কোনো বাবার রাজ কন্যা ছিল.!

আসলে আমরা বাঙালি মানুষরা অনেক বড় মনের মানুষ যদি একটু চিন্তা ভাবনায় পরিবর্তন আনি তাহলে সব সম্ভব…!

আমার এই কথা গুলো যদি কেউ পড়ে কষ্ট পান তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
113 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this: