মেঘ বালিকা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সেই দিনর সেই দুরন্ত মেঘ বালিকা আজ হঠাৎ করেই কেমন যেন শান্ত হয়ে গেছে
সেই দিনর সেই দুরন্তপনা গুলো ও‌ আর চোখে পড়ে না।
অকারণে অভিমান করা ও বাদ দিয়েছে সে
এখন সে পরিপাটি করে শাড়ি পড়তে জানে
সেই রাগী মেয়েটা আজ অনেক শান্ত
যতোটা সবাই চেয়েছিলো, তারথেকে ও বেশি
এখন আর সবাইকে সে সবকিছু বলে না
সবাইকে যে সব বলতে নেই
এখন সে ভালই বুঝে গেছে
তার সেই দুরন্তপনা ,উত্তর হাসির আওয়াজ, কিছুই আর নেই
যেই দুপুরগুলোতে দুরন্তপনায়‌ ঘিরে থাকতো তার
এখন সেই দুপুরেই সে, বই নিয়ে বসে
বৃষ্টি দেখলে এখন আর সে ভেজার
বাহানা খুঁজে না
এতদিনে শহরের কোন কিছুই বদলাইনি
বদলেছে শুধু সেদিনের সেই মেঘ বালিকার স্বভাব
শহরটি এখনো বৃষ্টি হয় কি ঠিকই
কিন্তু সে বৃষ্টিতে আসে মেঘ বালিকার গল্প হয়না
আচ্ছা এভাবে কি শান্ত হয়ে যায়
সেদিনের সেই দুরন্ত মেঘ বালিকা গুলো
স্বভাবে, নাকি কোন অজানা আঘাতে?
178 Views
4 Likes
0 Comments
5.0 Rating
Rate this: