আজ আমাদের গায়ের গায়ের হলুদ।
সব জায়গায় আত্মীয় স্বজনের ঘুরাঘুরি। বাড়িতে আনন্দ হৈ হুল্লোর গান বাজনা। সবাই মিলে একত্রে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আর আমার এক কাজিন আমাকে মেহেদী পরিয়ে দিচ্ছে। আর অন্যান্য কাজিনরা নাচ প্রেকটিস করছে। আমকে মেহেদী পরিয়ে দিচ্ছিল সে আবার আমার হাতে রুবেলের নাম লিখে দিচ্ছে । আমার এক হাতে লিখা রুবেল এর নাম আর এক হাতে লিখে আমি রুবেলের বউ। ভালই লাগছিল নিজের জামাইয়ের নাম নিজের হাতে লিখতে তারপর রুবেলকে ভিডিও কল দিলাম আমার মেহেদী দেখানোর জন্য।
এরপর দেখি আমার শাশুড়ি মা নাকি রুবেলের হাতে জোর করে লিখে আমার একটি মাত্র আদরের বউ সিনথিয়া কেউ নজর দিবেন না । আসলে আমার শাশুড়ি মা এমনি খুব বন্ধুসুলভ স্বভাবের। আমি রুবেল কে বললাম একদম ঠিক হইসে। আমি শুধু কেনো তোমার নাম লিখব তাইনা।
এরপর আমি গোসল করে পার্লারে চলে গেলাম।
অনেক সুন্দর করে উনারা আমাকে সাজিয়েছে আমি যেনো নিজেকেই নিজে চিনতে পারছি না
আমার বিয়ে আগেই হয়ে গেছে এটা ঠিক তবু আজকে নতুন বউ বউ ফিলিংস হচ্ছে। শশুর বাড়ী তো আর যাই নাই
ভাবি আসছে আমাকে নিতে।
আমার যত ননদ, দেবর মনে রুবেল এর কাজিন , বন্ধু আমার কাজিন সবাই আমার সাথে দুষ্টামি ফাইজলামি করতাছিল।
রুবেল প্রথমে ড্যান্স করে আমাদের স্টেজে এন্ট্রি নিল।এর পর আমি ড্যান্স করছি রুবেল আর আমি একসাথে ড্যান্স করলাম রুবেল আমার হাত ধরে আমাকে স্টেজে নিয়ে গিল। এরপর আমরা দুই জন স্টেজে গিয়ে বসলাম
একে একে সকলে এসে আমাদের হলুদ দিচ্ছে
সবার গায়ে হলুদের পর্ব শেষ । মিষ্টি খেতে খেতে মিষ্টির উপর থেকে ভালবাসাই উঠে গেল। কিন্তু মজার ব্যাপার অনেক টাকা পেয়েছি। আমার বান্ধবী আর রুবেল এর বন্ধুরা মিলে আমাদের স্টেজে এসে এসে আমাদের এক একটা ফানি গিফ দিয়ে যাচ্ছে
যেমন_ ঝাড়ু,বেলচা,ফিটার,মোরা,বেলুনচাকি,বদনা,ইত্যাদি।
আমি আর রুবেল হাসতে হাসতে শেষ।
এর পর ড্যান্স এর পালা।
আমদের বাসার একে এক সবাই এক এক গানে ড্যান্স পারফর্মেন্স করছে
হঠাৎ দেখি রুবেল নাচতে নাচতে আসছে।
Tumko Paya Hai To Jaise Khoya Hoon
Kehna Chahoon Bhi To Tumse Kya Kahon
Tumko Paya Hai To Jaise Khoya Hoon
Kehna Chahoon Bhi To Tumse Kya Kahon
Kisi Zabaon Mein Bhi Woh Labaz Hi Nahi
Ki Jeene Mein Tum Ho Kya Tumhein Mein Bata Sakun
Main Aagar Kahoon Tumsa Haseen
Kaynaat Mein Nai Hai Kahin
Tareef Yeh Bhi To Sach Hai Kuch Bhi Nahi
Tumko Paya Hai To Jaise Khoya Hoon..
এই গানে আমি আর রুবেল ড্যান্স করলাম।
এর পর আবার আমাদের আর রুবেলদের বাসার মানুষরা নাচলো
এর পর দেখি রুবেল গান গাইছে
তোর মন পাড়ায়,
থাকতে দে আমায়
আমিচুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায় ।
তুই চাইলে বল,
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায় ।
আমি টি পুরাই আবার আমি জানতাম ও নাচতে পারে ও যে গান গাইতে ও পারে তা জানতাম না ।
আমার জামাইয়ের যে এত গুণ বাহহ। So lovely
এবার আমরা বাসার সবাই ( লাগে উরাধুরা লাগে উরাধুরা) গানে ড্যান্স করলাম
অনেক মজা করে আমাদের রাতটা কাটলো
আমার আমার রুবেলের অনেক ফটোশুট হয়েছে।
এরপর রুবেলের সবাই চলে গেল। আমার মিস্টার তো আমাকে ছেড়ে যেতেই চাচ্ছিল না।
আমি _আজকের দিনটাই তো কাল থেকে আমাকে ছাড়া আর তোমার থাকতে হবে না।
রুবেল _ আমি যাব সিনথী তার আগে আমার গালে একটা
আমি _ উফফ রুবেল যাও তো সবাই দেখে ফেলবে তো
রুবেল _ দেখলে কি সমস্যা তুমি আমার ই তো বউ নাকি তাহলে সমস্যা কি। নাহলে আমি আজ যাব না
আমি - আচ্ছা দাড়াও
আসে পাশে তাকিয়ে রুবেলের গালে একটা চুমু দিলাম। রুবেল ও আমার গালে একটা চুমু দিল। আমি রুবেল কে জড়িয়ে ধরলাম
রুবেল _ আমার আর তর সইছে না জান। কখন যে তোমায় আবার কাছে পাব
এর পর সবাই চলে গেল।
গায়ে হলুদের পর্ব শেষ।
আমি এবং আমার বাড়ির সবাই বাসায় চলে আসলাম।
মা আমাকে বলল কল অত রেস্ট নিতে পারবি না যা এখন একটু ঘুমা তখন প্রায় ভোর ৩:০০ টা বাজে
রুমে গিয়ে রুবেলের সাথে ফোন কথা বললাম প্রায় ১ ঘন্টার মত ৪:২০ বাজে। এখন খুব টায়ার্ড লাগছিল তাই ফোন রেখে ঘুমিয়ে পড়লাম।
তোমায় ভালোবাসবো কি করে (পর্ব ৬)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
261
Views
7
Likes
1
Comments
4.5
Rating