কৃতদাস

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রয়েছি গো বেদনার দ্বারে
চেয়ে নিও সখী মোরে
ভালোবাসা দিব কিছুক্ষণে
বাসনা হইও মোর মনে।

আশুতোষ প্লাবনের মাঝে
গড়িমাই তোমাকে সাজে
মে-লে দিও কুসুমের কিরণ
ধুয়ে যাবে সবার ঐ কারণ।

আঁধারের এলোমেলো কূলে
যেওনা কখনো ভুলে
ভেসে যাবে কোনো এক দূরে
যাব আমি সেথায় ভেঙ্গেচুরে।

তুমি যেন পলকের চাহনি
মনে শুধু আপনি
কৃতদাস রয়ে যাবে প্রিয়সী
রবে যতদিন নত শশী।

চিত্তের মনে তুমি চিত্রিকা
নয়নের মাঝে তুমি মৃত্তিকা
আমার হৃদয় যেথা করুনা
তুমিই মোর শেষ প্রেরণা।

218 Views
4 Likes
3 Comments
5.0 Rating
Rate this: