মিথ্যাবাদী মা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মা! তুমি সত্যিই মিথ্যাবাদী
কথা দিয়ে তুমি কথা রাখোনা,
কিন্তু চেয়ে দেখো, এই নতুন মা!
বড্ড বেশী সত্যবাদী।
তুমি কথাই কথাই মিথ্যা বলতে
কিন্তু নতুন মা! একটাও মিথ্যা বলেনা,
সব সময় সত্য কথা বলে,
মাগো! এ সত্য যে আর সইতে পারিনা।
তুমি বড্ড মিথ্যাবাদী মা!
আমায় ছেড়ে কোথাও যাবেনা বলে,
চলে গেলে মা অনেক দূরে
হয়ে গেলে ঐ দূর আকাশের তারা।
নতুন মা বলেছিল আমায়
তাড়িয়ে দেবে ঘাড় ধরে,
কথার বেখেলাপ করেনি সে
তাড়িয়েছে আমায় ঘাড়টি ধরে।
আমি যখন খুব দুষ্টুমি করতাম
বলতে তুমি খেতে দেবেন,
তারপর যখন পেতেনা খুঁজে
খুঁজতে আমায় হয়রান হয়ে।
সারা গ্রাম খুঁজে ধরে নিয়ে এসে
খাওয়াতে আমায় বসিয়ে পাশে,
আর নতুন মা বলে , যদি তুই
করিস এমন দুষ্টুমি, রাখবো উপবাসে।
নতুন মা রেখেছে তার কথা
দেইনি তিনদিন আমায় খেতে,
তোমার মত মিথ্যাবাদী নয় সে
সত্যি সত্যিই তাড়িয়েছে বাড়ী থেকে।
মিথ্যাবাদী হয়েই ফিরে এসো মা আবার
কোলে তুলে নাও আর একটি বার,
দুষ্টুমি করবনা জীবনে দিলাম কথা
চেয়ে দেখো তোমার মানিক সইছে কত ব্যথা।
232 Views
2 Likes
1 Comments
4.3 Rating
Rate this: