''সকল প্রেমিকের উদ্দেশ্যে লেখা,,
💘💘 অনন্ত অনন্ত কাল 💘💘
কত দিন হয়ে গেলো
দেখতে দেখতে কত বছর
হয় তো তুমি আমার কথা ভুলে গেছো
ভুলে যাওয়াই তো স্বাভাবিক
ভুলারি তো কথা
শুধু শুধু অবাঞ্চিত চিন্তা
মনের মাঝে পুষে রেখে লাভ কি বল
কিন্তু-আমি তো পারি না ভুলতে তোমায়
হাজারো মানুষের ভিড়ে
হাজারো স্মৃতির পাতায়
জীবনের শত ব্যাস্ততার মাঝেও
সময় অসময়ে-------
সুখে কি়ংবা দুঃখে
যে অবস্থায় থাকি না কেন
তোমাকে বারবার মনে পড়ে যায়
তোমাকে ভুলে যাওয়ার চেষ্টায়
বিফল হয়ে---
মনের কাছে হেরে গেছি কতবার
জেনেছি এবং বুঝেছি
এ কখনো ভুলবার নয়
এই ক্ষুদ্রতম হ্নদয়ে
কিংবা রিৎপৃন্ডে
তিলক্ততম মতো জায়গা দখল করে
রয়ে যাবে তুমি অনন্ত অনন্ত কাল
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
****
অনন্ত অনন্ত কাল
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
118
Views
2
Likes
1
Comments
5.0
Rating