গণিতের চিন্তা নিয়ে আমাদের বিশ্বাস,
অজানা সংখ্যার মধ্যে আছে এক নিরাপদ গুপ্ততাস।
গণিতের ছোঁয়া পাওয়া যায় সব জায়গায়,
বিজ্ঞানীরা পরিচয় করে তার সমীকরণের যাত্রায়।
গণিতের সৃষ্টি বড়ই অদ্ভুত এক রহস্য,
পৃথিবীর সব কাছে রয়েছেবতার গুণগত বৈশিষ্ট্য।
এক্স, ওয়াই আর জেডের খেলা,গ্রাফের সুর, কল্পনার রাজ্য,
ফাংশনের ভাষায় ভাবনা ছেলা,বোধের অমৃত, মেধার আজ্য।
যেখানে সংখ্যা হাত ধরে,
যন্ত্রণা মুছে সবার মন জয় করে।
গণিতে সংখ্যা গায় গান ,
গণিতেই বেঁচে থাকে প্রেরণার প্রাণ।
এক্স আর ওয়াইয়ের খেলায় সবাইকে হারাবো,
ভাগফল আর যোগফলে সংখ্যার সমাহার খুঁজে পাবো।
গণিত
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
33
Views
1
Likes
0
Comments
0.0
Rating