মায়া

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
প্রত্যেকটি মানুষের বদলে যাবার গল্প থাকে, আমারও আছে, ভালোবাসা কোনো অপরাধ নয় এটা একটা পাগলামি, প্রথম ভালোবাসা আমাদেরকে কত কীছু শিখায়, প্রথম ভালোবাসা আমাদেরকে মিথ্যা বলতে শিখায়, পাগলামি করতে শিখায়, সপ্ন দেখতে শিখায়, আবার না পাওয়র যন্ত্রণায় কাদাতেও শিখায়,

আমি মায়া, আমার জন্ম ঢাকাতেই, গ্রামে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার বাবারা ৩ ভাই, আমার আব্বু মেঝো, আমার বড় চাচার ২ ছেলে ১ মেয়ে, আমি একা, আর আমার ছোট চাচার ২ মেয়ে এক ছেলে আমার ছোট থেকেই আমার আড় চাচার বড় ছেলে শুভ,, আমার ক্রাশ ছিলো। তো এখন আমি সেভেনে ফাইনাল পরীক্ষা শেষ করলাম, ছুটিতে আমরা অনেক মজা করতাম, এক জোসনা ভরা রাতে আমরা উঠানে মাদুর পেতে গল্প করছিলাম। তখন শুভ আমাকে ডেকে নিয়ে প্রোপজ করে আমি ফান মনে করে এড়িয়ে যাই, কয়েকদিন পর আবার প্রোপজ করে আমি এবারও না করে দেই, এবার না করার পর কেমন যেনো নিশ্চুপ হয়ে যায়, কারো সাথে কথা বলেনা, খায় না নিজের রুমে দরজা লক করে রাখে। তারপর আমার অন্য কাজিনরা বলে যে না শুভ আমাকে সত্যিই খুব ভালোবাসে, ওর পাগলামি দেখে মেনে নেই সেই ভালোবাসা। প্রথম দিকে দিন গুলো খুব মজার ছিলো, জোসনা রাতে সব কাজিনরা দিঘির পাড়ে চলে যেতাম ওরা আমাদেরকে পাহাড়া দিতো আমরা একে অন্যের বুকে শুয়ে কল্পনার জগতে ভেসে বেড়াতাম, স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে চলে যেতাম, কত শত সৃতি ওর কলেজে একটা মেয়ে ছিলো ওর ফ্রেন্ড কাজল, ওর সাথে চলাফেরা শুরু করলো, এখন আমাকে আগের মতো সময় দেয়া বন্ধ করে দেয়, খেতে বসেও ফোনে ওর সাথে চ্যাটিং করতো, জিজ্ঞেস করলে বলতো নোটের জন্য নক দিছে। এভাবে কীছু দিন যায়। আমাদের দূরত্ব বাড়তে থাকে, আমি এখন আর কীছু বলিনা ওকে।

মায়া একটা দৃঘ শ্বাস ছাড়ে,,,

আবার বলতে শুরু করে এক সময় আমাদের মাঝে অনেক ঝগড়া হয়, আমি ওর পায়ে ধরে ভালোবাসা ভিক্ষা চাইলাম, ও আমাকে প্রত্যাক্খান করলো।
আমাকে তোরে ভালোবাসবো ১ টা শর্ত আছে, আমি বললাম কী
ও বললো : তুই আমার সাথে রুম ডেট করবি।
আমি বুঝলাম ভালোবাসা এখন কোথায় গিয়ে দাড়িয়েছে, আমি বললাম তোর আমার সাথে ব্রেকআপ করার দরকার নেই,
আমি তোর সাথে রিলেশন রাখবো না,

শেষ হয়ে যায় সব, পরে শুনেছিলাম কাজল নাকি ওর থেকে বিভিন্ন কথা বলে অনেক টাকা নিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে।

আমি ওকে ভুলতে পারছিলাম না সব কীছু ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসি,

মায়া, চোখ মুছে, আয়ান চুপ করে থাকে,,,
আয়ান তুমি হয়তো আমাকে ভালোবাসো কিন্তু আমার মন কাউকে ভালোবাসতে চায় না। সরি আয়ান
মায়া উঠে চলে যায়, ।।।

প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয়, প্রথম ভালোবাসা হয় সমুদ্রের কিনারায় চুরা বালির প্রাসাদ করার ন্যায়।।।
265 Views
8 Likes
4 Comments
4.4 Rating
Rate this: