
ডার্ক ওয়েবের প্রেতাত্মা
রাতের অন্ধকারে কম্পিউটার মনিটরের নীল আলো ভেসে আসছে রিফাতের চোখে। সে গভীর মনোযোগ সহকারে কোডের পর কোড টাইপ করছে। আজ তার লক্ষ্য ডার্ক ওয়েবের রহস্যময় একটি রেড রুমের সন্ধান পাওয়া। রেড রুমগুলি সম্পর্কে শোনা কথাগুলো তাকে অনেকদিন ধরেই তাড়া করে ফিরছে, যেখানে নাকি মানুষের ওপর অত্যাচার করে লাইভ স্ট্রিম করা .....