
অবহেলা না ভালোবাসা (পর্ব ৫)
তারপর নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরার পড় আমি বাইক স্টার্ট করে রিয়ার সামনে দিয়ে চলে আসলাম।
আর আসার সময় বাইকের লুকিংগ্লাসে তাকিয়ে দেখলাম যে রিয়া তখনও এক নজড়ে আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ঝরাচ্ছে॥আমার তখন ওর চোখের পানি দেখে হঠাৎ করে বুকের বাম পাশটাই কেনো জানি .....