রঙিন আকাশ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি তাকিয়ে আছি রঙিন আকাশের দিকে।

অপেক্ষায় আছি কখন শুনবো আযান।
মসজিদের মাইকে।

যখন শুনবো আযান যাবো মসজিদে।
হাটবো এক পা দুপা করে।

হবে সন্ধ্যা ‌-হবে অন্ধকার
-সবাই যাবে যে যার নিড়ে।

পাখিরা করবে কিচিরমিচির.
আমি সুর মিলাবো তাদের তালে তালে।

ডাকবে যখন মা হয়েছে সন্ধ্যা
খোকা আয় তুই ঘরে।

মা বলবে বসো বাচা কোরআন নিয়ে
মন দাও সুরা ওয়াকিয়াতে।
162 Views
5 Likes
1 Comments
4.0 Rating
Rate this: