শামীমের নীরা (পর্ব ৫)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি বললাম তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি চলো । কিন্তু দুপুরে তো কিছু খাওয়া হয় নাই
তাই নিয়ে তোমার এত ভাবতে হবেনা চলো বাজারে যেয়ে কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে আসি রান্না করে খেতে হবে তো তাই না আজকে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব দুজন মিলে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে আলু পেয়াজ চাল তেল ডাল কিনে নিয়ে আসলাম

আমি নিরাকে পেঁয়াজ আলু কেটে দিলাম আর নীরা ভাত ডাল আর আলু ভর্তা রান্না করল তারপর আমি ভাবলাম যে নিরাকে শুধু ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াবো তাই আবার নিচে গিয়ে দুটো ডিম কিনে নিয়ে আসলাম তারপর ডিম দুটো ভেজে নিল এরপর দুজন মিলে পেট ভরে ভাত খেলাম।

শোনো শামীম আজকে তো তোমাকে তেমন রান্না করে দিতে পারলাম না আপাতত ভালোমতো বাজার টাজার কর। তারপর তোমাকে রান্না করে দিয়ে যাব যাতে তুমি গরম করে খেতে পারো। আর আপাতত না হয় অফিস থেকে ফেরার পথে আমি তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করব তুমি খাবার খেয়ে বাসায় চলে এসো আর দুপুরে তো অফিসেই লাঞ্চ খাবে তাই না রাত্রের খাবার না হয় আমি তোমাকে দিলাম।

আচ্ছা শোনো শামীম আমাকে বা যেতে হবে ঠিক আছে সন্ধ্যা হতে বাকি আছে তারপরও বাসায় যেতে হবে আসি আজকে নিজের খেয়াল রেখো আর আমাকে ফোন দিও

আমি বললাম যাহা হুকুম মহারানী

মেয়েরা তার আলতো ঠোঁট দুটো দিয়ে আল্লাহ হাফেজ বলে আমাকে চলে গেল।

আমার শরীরটা আজকে খুব ক্লান্ত লাগছিল তাই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়ে পড়লাম ওমা ঘুম থেকে উঠে দেখি যে সকাল হয়ে গেছে মানে শরীরটা এতই খারাপ লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম ফোনটা হাতে নিয়ে দেখি নিরা ৫ বার ফোন দিয়েছে দুইবার রাতে তিনবার সকালে আমি তাড়াতাড়ি নিরাকে কল ব্যাক করলাম

হ্যালো নিরা, তুমি ফোন দিয়েছিলে বল

ও হ্যাঁ শামীম মশাই আমি চলে আসার পর থেকে কি নি স্বাধীন হয়ে গেলেন

আরে না আসলে তুমি যাওয়ার পর এতো টায়ার্ড লাগছিল যে শুয়েছি মাত্রই ঘুমিয়ে পড়েছি

আমি জানি তুমি ঘুমিয়ে পড়েছ তাই তোমাকে রাত্রে আর বেশি ফোন দেই নি কিন্তু সকালে এখন দেখেন কয়টা বাজে আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যান

ও নীরা তুমি না থাকলে যে কি হতো আমার

কি হতো আবার কিছুই হত না আর একটা ভালো মেয়ে পেলে তোমাকে আরো ভালো করে জব্দ করতে পারত আমিতো তোমাকে আর জব্দ করতে পারি না

আমি বললাম আই লাভ ইউ জান

আই লাভ ইউ টু শামীম
শামীম তোমাকে আমার কিছু কথা বলার ছিল।

হুম বলো নীরা কি বলবে

আমি তোমাকে এতটা প্যারা দিতে চাইনি কালকে সন্ধ্যায় বাসায় আসার পর দেখি আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে সব আয়োজন করেছে মা বাবা
পাত্রপক্ষের নাকি আমাকে দেখে পছন্দ হয়ে গেছে তাই এংগেজমেন্টের ডেট দিয়ে গেছে

কি বলছ নীরা এখন কি হবে

আমি তো সেটাই ভাবছি আমি তোমাকে এসবের মধ্যে চাকরিতে জয়েন করেছো আমি তোমাকে এতটা প্যারা দিতে চাইনি কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করবো মা বাবাকে কি তোমার কথাটা বলে দেবো

হ্যাঁ আমার মনে হয় তোমার বলে দেওয়া উচিত নীরা তারপর যদি আঙ্কেল আন্টি আমাকে দেখতে চায় আমি না হয় যাব আর আমি তো এখন চাকরি করছি তাই না আমার মনে হয় না আঙ্কেল আন্টি আপত্তি করবে

তুমি আমার মা-বাবাকে চেননা আমার মনে হচ্ছে ওরা তোমায় মেনে নেবে না কারণ ওরা চায় আমি যেন খুব বড়লোক বিজনেস ম্যান এর বাড়ির বউ হই কারণ আমি তাদের একমাত্র মেয়ে

তাহলে কি নীরা তুমি আমাকে ছেড়ে দেবে

কখনোই না শামীম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না তুমি যে আমার সব
তারপরও তোমার জন্য যেহেতু আমি সব করতে পারি আমি আমার মা বাবাকে বলবো তোমার কথা। তারা যে আমার মা-বাবা তারা যে আমার বিয়ে ঠিক করল আমার কাছে জানতে চাইলো না যে আমি আদৌ কাউকে পছন্দ করি কিনা

চিন্তা করোনা নিরা দেখো আঙ্কেল আন্টি ঠিক বুঝবে তোমার মনের কথা আমার মনে হচ্ছে

আচ্ছা তুমি অফিসে যাও আমি দেখছি

আমাকে কিন্তু তুমি জানিও আর অফিস শেষে কিন্তু আমি দেখা করছি তোমার সাথে তাই লেকের পার অপেক্ষা করো

আচ্ছা শামীম সাবধানে যেও আল্লাহ হাফেজ
আই লাভ ইউ

আই লাভ ইউ টু জান ।

এরপর আমি রেডি হয়ে অফিস চলে গেলাম মাথায় অনেক চিন্তা ঘুরছে আবার ভয় কাজ করছে নীরাকে হারিয়ে ফেলার

অফিস শেষ টিউশন কাজে যেতে হবে তার আগে নীরার সাথে দেখা করতে হবে

নিরা ওর বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলার পর মেনে নিয়েছে নাকি মেনে নেয়নি ওর সাথে দেখা না হওয়া পর্যন্ত যেন আমার মনে শান্তি নেই


225 Views
2 Likes
0 Comments
3.0 Rating
Rate this: