""সুমহান স্রষ্টার সৃষ্টিকরণ""
যেই দিকেই তাকায় মুগ্ধ লাগে-
দেখিলে স্রষ্টার সব সৃষ্টি,
প্রকৃতির নিয়মে ঋতু বদলে যায়-
মেঘ নিয়ে আসে বৃষ্টি।
মহাকাশে অসংখ্য গ্রহ-নক্ষত্রে-
দৃষ্টিপাত করে সবারি মুখ,
সূর্যের কিরণে পুরো পৃথিবী দীপ্তি-
দিনব্যাপী লাগে বহু সুখ।
হাজার-হাজার সৃষ্টির মধ্যে তো-
মানব নামক প্রাণীরাই শ্রেষ্ঠ,
মানুষেরাই হচ্ছে যে মানব জাতি-
স্রষ্টার সৃষ্টিতে যাঁরা গরিষ্ঠ।
নদনদী সাগরে আকস্মিক স্ফীতি-
স্থলভাগে আছে নানান নহর,
হরেক রকমের প্রাকৃতিক হাবভাবে-
উপলব্ধি হলে লাগে মনোহর।
ভূপৃষ্ঠে বহু জাতের প্রকৃতির রীতি-
যা দারুণভাবে রয় স্মরণীয়,
পাহাড় পর্বতে মনোমুগ্ধকর উদ্ভিদ-
দেখতে সবখানে তা দর্শনীয়।
সন্ধ্যা হতে ভোর অবধি নক্ষত্রপুঞ্জ-
মিটমিটে চকমক করে রয়,
মহাশূন্যে কোটি কোটি কঠিন বস্তু-
ঘুরেফিরে রয় ধাক্কা কভু নয়।
পাহাড় পর্বতে বনে অরণ্যে জঙ্গলে-
হাজার জাতের উদ্ভিদ ফুটে,
বিভিন্ন রঙের ছোট বড়ো পশুপাখি-
শব্দ করে নিজ মুখে ঠোঁটে।
গোটা জগতের আনাচকানাচে বহু-
কীটপতঙ্গের অস্তিত্ব বিদ্যমান,
আকাশপাতালে অসংখ্য প্রাণিকুল-
সবকিছু আছে যেনো দৃশ্যমান।
নদনদী পেরিয়ে সাগর মহাসাগরে-
বিবিধ প্রজাতির মাছের বহর,
গভীর সাগরে বা মহাসাগরে ফুটে-
জলোচ্ছ্বাসের সারিবদ্ধ লহর।
প্রাণী জগতেরই আকার প্রকার-
রঙ বেরঙে শ্রী সুশ্রী যে লাগে,
মানুষের তৈরি কৃত্রিম জিনিসপত্র-
যাতে স্রষ্টার কৃপা আগেভাগে।
সুমহান স্রষ্টার সৃষ্টিকরণ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
335
Views
3
Likes
2
Comments
5.0
Rating