হাবিবার ঠকানো

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
তুরাগের হৃদয় ছিলো প্রীতির গোপন বীণায়,
হাবিবাকে ভালোবেসে চেয়েছিল তার জীবন সাজাতে।
তবে হাবিবা ছিলো কেবল এক অসীম প্রতারণা,
ভালোবাসার প্রতিশ্রুতি যেন স্বপ্নের অবাধ্য মায়া।

রাতের আকাশে জ্বলন্ত তারা, তুরাগের আশা ছিলো,
হাবিবার হাসির মাঝে সে নিজের সুখ খুঁজেছিলো।
কিন্তু সেই হাসি ছিলো কেবল এক মিথ্যার মুখোশ,
প্রেমের পরিবর্তে হৃদি পেলো ক্ষত, কষ্টের ঝলক।

অভিমানের কাঁপন, ভেঙে গেছে সকল স্বপ্ন,
হাবিবার চিহ্ন রেখেছে শুধু অশ্রুর সংকেত।
তুরাগ এখন একাকী, হৃদয় বেদনার ভারে ভারাক্রান্ত,
হাবিবার প্রতারণায় যে প্রেম ছিলো, তা এখন কেবল এক যন্ত্রণার ভাসমান কাহিনী।

সময়ের কোলাহলে হারিয়ে গেছে সব আশা,
হাবিবার ফাঁদে আটকা পড়ে, তুরাগের মন শুধু কাঁদে।
প্রেমের জাদু থেকে, তুরাগ পেয়েছে শুধু ব্যথার অভিসার,
হাবিবার ঠকানো হৃদয়ের গভীরে রেখে গেলো শুধু ম্লান স্মৃতির দুঃখের মহাকাব্য।
136 Views
2 Likes
2 Comments
5.0 Rating
Rate this: