মীরজাফর—স্বদেশি ঘাতক, তোর কাহিনী শুনি
বিশ্ব ইতিহাসের কালো পাতা, অন্ধকারে যে গনি।
সিংহাসন-লালসার তরে, তুই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলি
স্বার্থের স্রোতে ভাসা, তুই পতি হয়ে অন্যদের বঞ্চনা করলি।
আন্তরিক বিশ্বাস গিলে, মীরজাফরের পরাজয়,
দেশদ্রোহী কাহিনী হোক স্মৃতি, তোর কলঙ্ক যে চিরন্তন সাজায়।
প্রকৃতির প্রতিশোধ সহিত, তুই আছিস চিরকাল,
মীরজাফর—ধিক্কার তোর, এক ভ্রষ্ট ইতিহাসের পঙ্কাল।
মীরজাফর, বিশ্বাসঘাতক, ইতিহাসের কালো ছায়া,
স্বদেশের পণবদ্ধতা, তুই ভাঙলে—অবশ্যই বেয়াদব ঘৃণার আয়া।
সিংহাসনের লোভে, দেশের ভিতরে ঢেলে দিলি বিষ,
পেছনের সড়ক দিয়ে—দলন মাড়ালে তুই দোষের আর সিস।
স্বার্থের সাম্রাজ্যে, তুই মাতাল মধুর প্রলোভনে,
দেশপ্রেমের কথা তু ফেলে, করলি বঞ্চনার মনোচোণে।
তোর অবিশ্বাসের কাহিনী, অঙ্কিত ইতিহাসের কালো পটে,
স্বদেশপ্রেমীর চোখে তুই, চিরকাল ধিকৃত রক্তপাতের ভিড়ে।
প্রকৃতির শাস্তি তোর সঙ্গী, তুই এক অসার নকশা,
মীরজাফর—ইতিহাসের পাতায়, অমর ঘৃণার অমোঘ চিহ্ন রচনা।
মীরজাফর
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
206
Views
6
Likes
3
Comments
4.2
Rating