মা কথাটি ছোট্ট অতি
ভাবতে অনেক বড়,
আমার মায়ের ভাষা শুনে
হয় পাখিরা জড়।
আমার মায়ের মত এত
আদর করে না কোন জনে,
তাই তো মাকে ভালোবাসি
শুধুই মনে প্রানে।
মাকে আমি শ্রদ্ধা করি
আমার মা যে সোনার খনি,
মাকে নিয়ে স্বপ্ন দেখি
মা আমার হীরের চুরি।
মা কথাটি এত ভালো
আগে নাহি বুঝি,
তাই তো আমি মনে মনে
মাকেই শুধু খুঁজি।
আমার মা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
219
Views
10
Likes
2
Comments
4.5
Rating