মনের মানুষ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নীল আকাশের মেঘের ভেলায়,
রংধনুর ঐ রঙের খেলায়,
সূর্য মামার আলোক ছটায়,
মিষ্টি একটা চাঁদের প্রোভাই,
দিঘির জলের ফুলের মেলায়,
খেলার মাঠে বিকেল বেলায়,
বৃষ্টি ভেজা গাছের পাতায়,
ভোরের গাছের শিশির কনায়,
প্রজাপতির রঙিন ডানায়,
একটা কথা জানাই তোমায়,
ভালোবাসি বন্ধু তোমায়।
19 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: