গ্রামবাংলার প্রতি ঘরে ঘরে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
""গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে""


স্বদেশে বিবিধ অঞ্চলের মাঝে-
রয়েছে গাঁ নামে পল্লি,
দেখতে মনোহর তথা সুন্দর-
গ্রাম বাংলার নানা বল্লি।

পল্লির পরিবেশ অতি রমণীয়-
অধিক লোক গাঁয়ে থাকে,
গ্রামের বেশিরভাগ পাড়া মহল্লাই-
প্রকৃতির সুশ্রী বজায় রাখে।

ঋতু পরিবর্তনের মৌসুমকালে-
দুর্যোগের ফলে হয় বহু বান,
গ্রামীণ মানুষের কৃষি চাষাবাদে-
খেতে ভরপুর সারি সারি ধান।

বহুবিধ ফলমূলে ভরপুর বাগানে-
পল্লির মাঠঘাট সুন্দর হয়,
পুষ্টিকর শাকসবজি চাষের জমি-
সর্বদা স্বাচ্ছন্দ্য মুক্ত রয়।

শস্যে ভরা সোনালি ফসল নিয়ে-
বিচিত্র মনোজ্ঞ থাকে মাঠ,
সোনালি আঁশ বাংলার সম্পদ-
সারিতে সাজানো রয় পাট।

ভোর হতে না হতে গাছগাছালিতে-
পাখিদের আনাগোনা বাড়ে,
খালি পেটে বেরিয়ে কিচির-মিচির-
তবু তাঁরা ক্ষুধায় নাহি হারে।

নদনদীর জোয়ার ভাঁটার প্রভাবে-
খালবিলে মাছের লাফ ঝাঁপ,
গ্রামের পর গ্রাম পেরিয়ে নদনদী-
সাগরের সাথে খায় যে খাপ।

মাইলের পর মাইল গ্রামগঞ্জ বেয়ে-
সুধীর ছোট বড়ো নানা পাহাড়,
নানান জাতের প্রাণিকুল নিয়ে তো-
ঝোপঝাড় গাছগাছালির বাহার।

বিকালবেলায় সবস্থানের দৃশ্যটা-
শীতল হাওয়ায় গাঁথে বুকে,
চমৎকার প্রকৃতির ভূখণ্ডের কথা-
থাকে কবিদের মুখে মুখে।

সন্ধ্যার পর হতে চাঁদ উঁকি দিয়ে-
কিরণ ছড়িয়ে ঝলমল করে,
শিশু থেকে বয়স্ক সবে ঐক্য রয়-
গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে।
399 Views
5 Likes
2 Comments
5.0 Rating
Rate this: