স্বপ্ন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আজ রাতে স্বপ্নে দেখলাম, একটি মহিলা আমাকে বললেন,
-- "গল্প লিখছো ভালো কথা। তাই বলে এভাবে লিখবে? গল্পের যে নিজস্ব একটি গতি আছে তা কী তুমি জানো না? গল্পকে নিজের গতিতে চলতে দাও, ঠিক যেমন তোমার জীবন চলছে। তুমি যেমন একটি চরিত্র এই পৃথিবীর বুকে, ঠিক তেমনি গল্পের জগতে ও কিন্তু বেশ কয়েকটি চরিত্র থাকে। তাদের ও তোমাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে।"

তারপরেই আমার ঘুমটা ভেঙে গেলো।

মহিলাটি প্রায় আমার স্বপ্নে আসে। আর প্রতিবার এসে কিছু না কিছু উপদেশ আমাকে দিয়ে যায়।
একবার হয়েছে কি, আমার এক হাতের তালুতে ছোট ছোট এক ধরনের গোটা/বিচি উঠেছিলো যা ধীরে ধীরে আমার দুই হাত ভর্তি হয়ে যায়। তখন হাত গুলো খুব জ্বালাপোড়া করতো।

হঠাৎ একরাতে মহিলাটি আমার স্বপ্নে এসে বললেন,
-- "সাতদিন হাতের তালুর দিকে একদম তাকাবে না। সাতদিন পর এগুলো এমনিতেই চলে যাবে ইনশাআল্লাহ।"

আমি কেনো জানি না মহিলাটির কথা মতো চললাম, সাতদিন আমি হাতের তালুর দিকে তাকাই নি।

আশ্চর্যজনক ভাবে সাতদিন পর সত্যিই আমার হাতের তালু ভালো হয়ে গিয়েছিলো। যেনো আগে কখনো কিছু উঠেই নি।
এই ঘটনা ছাড়া ও আরও অনেক আশ্চর্যজনক ঘটনা আমার সাথে ঘটেছে। যা শুনলে অনেকেই বিশ্বাস করবে না।
অন্যকে কী বলবো, আমি নিজেই তো আগে এসবে বিশ্বাস করতাম না। এখন যে নিজের সাথেই এমন ঘটনা ঘটছে।
বিশ্বাস না করে কী আর কোনো উপায় আছে!
245 Views
12 Likes
3 Comments
4.7 Rating
Rate this: