ইন্টারভিউ কৌতুক।

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বিশ্বাস করা যাচ্ছে না
চাকরির ইন্টারভিউ চলছে-
বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা রুল ফলো করি।
প্রার্থী : কী কী স্যার?
বস : আমাদের দ্বিতীয় রুল হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতোর তলা মুছে এসেছেন?
প্রার্থী : জ্বী স্যার।
বস : আমাদের প্রথম রুল হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাইরে কোনো ম্যাট ছিলোই না! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না। আসতে পারেন আপনি।স্টার্টিং বেতন ঠিক আছে
ড্রাইভার পদে চাকরির জন্য মন্টু গেছে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ চলছে. . .
প্রশ্নকর্তা : আপনাকে আমার পছন্দ হয়েছে।
মন্টু : ধন্যবাদ স্যার।
প্রশ্নকর্তা : চাকরিটা আপনাকে দেওয়া হবে।
মন্টু : বেতন কত স্যার?
প্রশ্নকর্তা : স্টার্টিং বেতন দেওয়া হবে দুই হাজার টাকা। আপনার কোনো সমস্যা নেই তো?
মন্টু : না না স্যার, আমার কোনো সমস্যা নেই। স্টার্টিং বেতন ঠিক আছে, কিন্তু ড্রাইভিং বেতন কত সেটাও তো জানা দরকার মনে হয়!
365 Views
2 Likes
1 Comments
4.0 Rating
Rate this: