নিশীথের চাঁদে কবির কল্পনা ,
মেঘের ভেতর সোনালী প্রার্থনা।
অমল ভাবনায় রচনা করে গান,
রাতের নির্জনে সাজে প্রভাতের রূপবান।
তাঁর কবিতার মাঝে খুঁজে পাই শান্তি,
অভ্যন্তরের মর্মে প্রকাশ পায় অন্যদৃষ্টি।
মেঘের ভেতর মেঘলা তবুও উজ্জ্বল,
কবির কলমেও সৃজনের শিল্প আসল।
বাতাসে ভাসে কবির গুনগান ;
প্রতি অক্ষরে প্রেরণা, সপ্নের উপবান।
প্রেমের ছোঁয়া, যন্ত্রণার বাণী ;
মনের প্রতিচ্ছবি খোঁজে তৃপ্তির দানী।
কবি যেন চিরন্তন জাগরণ ,
প্রতিটি চরণে প্রাণের কাহিনি সাজায় মাধূর্য অর্পণ।
কবি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
166
Views
4
Likes
0
Comments
5.0
Rating