আমায় রাইখা হারাই গেলা মা!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
জীবন আমার হারিয়ে গেছে
এক নিমিষেই মা
মনের ব্যথা গুলো কাওকে
বলতে পারিনা।।

সারাজীবন জোরেই ছিলো
তোমার ভালবাসা,
হারিয়ে গেলে এমন করে
নিয়ে মনের আশা৷।

এই হৃদয়ে রয়েছে পরে
কতো গল্প কথা,
কার সাথে মা গুনগুনাবো
লাগে মনে ব্যথা।।

কেমন কইরা চইলা গেলা
আমায় ছাইড়া মা,
এই পৃথিবী কেনো যানি
ভালো লাগে না।।

মাগো ভালো বাসে না
কেও ভালো বাসে না 😭😭
95 Views
8 Likes
0 Comments
4.5 Rating
Rate this: