মিথ্যা মায়া

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মিথ্যার মায়ায় ভেসে যায় মন,
জানি না কেন, এই মায়া এমন।

হৃদয়ে বাজে এক অদ্ভুত সুর,
কীভাবে ভুলব, সে যে সুধা মধুর।

মিথ্যার আলপনা আঁকি সপনে,
দুঃখের সাথে মিশে যায় আপনে।

ভালোবাসার রঙ যেন মিলিয়ে যায়,
অধরা স্বপ্ন, অশ্রুতে ভেসে রয়।

মায়ার বর্ণে জড়িয়ে যায় হৃদয়,
সত্যের পথে চলা কঠিন সিধায়।

তবুও হৃদয়ে রেখে আশা,
সত্যের আলোয় হবে মুক্তি, থাকবে শুধু ভালবাসা।

216 Views
4 Likes
0 Comments
5.0 Rating
Rate this: