স্কুল জীবন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
স্কুলের সেই দিনের কথা ভরা আছে এই মনে,
বন্ধুদের সঙ্গে হাসির মেলা রয়েছে যেখানে।

শিক্ষকের শিখানো পথ থাকে সব সময় মনে,
শুধু পড়াশুনায় নয়, থাকে সবসময় স্মরণে।

শ্রেষ্ঠ বইগুলির মধ্যে ছুটে চলা,
না পারাকে পারা বলা।

ছোট্ট ছোট্ট কাজের মধ্যে স্কুলের সেই দিন,
স্মৃতির পাখি আজও আমার হৃদয়ে করে ছিন মিন।

সন্ধ্যার ঘনা আবহে, হেমন্তের সুর গায়,
হারিয়ে যাওয়া স্বপ্নগুলি, সাগরে ঢেউ খায়।

হে বন্ধুরা ;চলো রাঙি প্রকৃতির রঙে,
বসন্তের বাতাসে মিশে আসি সবার সঙ্গে।

যে বন্ধুরা সাথে থাকে তারা হয় অশেষ,
জীবনের ভালোবাসা আর স্নেহের অনেক বড় একটি রেশ।

বন্ধু হল সব সময় সঙ্গী জীবনের,
মনের দুঃখ আর সুখ হাসির মিলনের।

সংঘর্ষের জয়, সংঘর্ষের হার,
মনের মতো বন্ধু থাকলে এক অনুভবে মিলে হার জিতের এপার ওপার।

189 Views
15 Likes
4 Comments
4.5 Rating
Rate this: