বন্ধু আমি হারিয়ে গেলাম
নিজেরই অজান্তে
ভুল কিছু তোমারও ছিল
এই হারিয়ে যাওয়ার পিছনে।
জানতে চেয়ো না
কেন গেলাম দূরে
শুধু এই টুকু যেন
আসবো না আর ফিরে।
চোখের জলে বিদায় নিলাম
শেষ বারের মতো
বুকের গভীরের ভালোবাসা
আঘাত হানে কত !
আসবো না আর ফিরে
চলে গেলাম দূরে
যদি পারো দোয়া কোরো
ক্ষমা কোরো মোরে !!
হারিয়ে গেলাম!
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
153
Views
7
Likes
2
Comments
4.8
Rating