অসহায় শিক্ষার্থী

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি শুধু আজকে এখানে আমার আর্তনাদটুকু লিখবো। আর আমি চাই,, সকল পাঠকেরা আমার এই আর্তনাদ টুকু সবজায়গায় ছড়িয়ে দিক।

আমি একজন অসহায় সাধারণ শিক্ষার্থী।কোটার শিকারও বটে। শুরু থেকেই যতটুকু সম্ভব ততটা আন্দোলনের সাথে থেকেছি। হোক সেটা মাঠ পর্যায়ে বা মাঠে না থেকে মনোবল বাড়িয়ে, অনলাইনে, সাপোর্ট করে!!!

১৫ই জুলাই অব্দি এই কর্মসূচি ঠিকই ছিলো।হামলা হলেও,গুম হলেও,হত্যা হলেও শিক্ষার্থী এক ছিলো,দফা ছিলো,দাবি ছিলো,রাস্তা ঠিক ছিলো।

কিন্তু,, ১৫ই জুলাইয়ের পর থেকে _ কিছু ঘুমন্ত শিক্ষার্থী জেগে উঠছে,,,যারা বিবেক,চেতনা বোধ ছেড়ে,, শুধু মাত্র আবেগে আসছে। হোক অনলাইনে বা অফলাইনে।ছাত্র লীগের পদত্যাগ বিশ্বাস করতে পারছি না। আবেগ ও পদত্যাগের এই ঘোরে আমি সবকিছু দিশেহারা দেখতাছি ভাই,, আন্দোলন বানচাল হতে পারে যেকোন সময়। কারণ কেমন জানি সব গোলক ধাধাময় লাগতাছে। রাস্তা খুজে পাচ্ছি না, দফা খুজে পাচ্ছি না,দাবি খুজে পাচ্ছি না।

সাধারণ শিক্ষার্থীকে খুজে পাচ্ছি না,, মুখোশে সব হারিয়ে গেছে। চেতনা খুজে পাচ্ছি না। আবেগে সব ভেসে গেছে।

জোশ,সাহস,সবই আমি হারিয়েছি।বাকরুদ্ধ হয়েছি। শুধু আর্তনাদ আর কান্না। জানি না কি হবে??? এই বাংলার মাটিতে সঠিক ভাবে কি কখনো কোনকিছু হবে না???

অসহায় শিক্ষার্থী_

143 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this: