...

কোটা

...
পলাশ
...
...
17-Jul-2024, 08:53 AM
...

174

...

8

...

4.6(8)

ক্যাটাগরি : কবিতা

আমাদের দেশের হবে সেই ছেলে কবে,
কোটায় না, বড় হয়ে মেধায় বড় হবে।

শিক্ষার আলোয় দীপ্ত হবে মন,
জ্ঞানের বীজ বপন করবে অন্তরে।

কঠোর পরিশ্রমে গড়ে তুলবে জীবন,
দেশের জন্য হবে সে এক অমূল্য রত্ন।

পলাশের স্বপ্ন, এক সোনালী ভবিষ্যৎ,
যেখানে প্রতিটি শিশু পাবে সুযোগ সমান।

মেধার আলোয় ঝলমলে হবে বাংলার মাটি,
সেই দিনের অপেক্ষায় পলাশ রেখেছে তার ভালোবাসা।


মন্তব্য

রেটিং দিন

সকল মন্তব্যগুলো (4)
user
Chowdhury Tamanna

ভাইয়া আমার কবিতায় লাইক ও কমেন্ট করবেন প্লিজ ।

পলাশ ...

কমেন্ট করার জন্য ধন্যবাদ

user
Chowdhury Tamanna

সুন্দর হইছে ।

পলাশ ...

কমেন্ট করার জন্য ধন্যবাদ

user
তামিম

খুবই সুন্দর

পলাশ ...

ধন্যবাদ

user
Mariya Akther Desha

অনেক ভালো লাগলো ধন্যবাদ

পলাশ ...

ধন্যবাদ স্যার