আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন আমাদেরকে।
কিন্তু, দেশটির মধ্যমে আমি নারী স্বাধীনতা নাই। বঙ্গবন্ধু কি নারীদেরকে সেই স্বাধীন দেশ উপহার দেন নাই।
কেন সেই স্বাধীন দেশ নারীদের স্বাধীনতা নেই।
কেন নারীদেরকে এত আত্যাচার, এত আবিচার
এত অন্যায় ,, সহ্য করতে হয়।
একটি নারী কেন সবার বাধ্য হয়ে চলতে হয়।
কেন নারীরা রাতের বেলা ঘর থেকে,
বাহির হতে পারে না।
কেন নারীরা একটি পুরুষের মত চলাফেরা করতে পারে না।
কেন নারীরা নিজের পায়ে দাড়াতে পারে না।
স্বাধীন দেশ উপহার
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
19
Views
1
Likes
0
Comments
0.0
Rating