শেখ মুজিব

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
টঙ্গী পাড়ায় জন্মে ছিল,
একটি সোনার ছেলে ।

বড় হয়ে সেই ছেলেটি,
সবার ঘরে ঘরে।

মনের মাঝে সপ্নে রাশি,
খুশির আমেজ কত।

এগাঁও এগাঁও ঘুরে বেড়ায়,
নিত্য অবিরত।

প্রাণটি দিয়ে বাসত ভাল,
দেশের মানুষ তাকে।

যখন তখন সাড়া দিতেন,
সেই মানুষের ডাকে ।

আকাশ বাতাস ফুল পাখি বন,
বলছে অবিরত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর,
অমর তোমার নাম।
185 Views
11 Likes
10 Comments
4.6 Rating
Rate this: