প্রিয় মা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মাগো তুমি গোলাপ ফুল,
ভালোবাসায় নেই যে ভুল।

তুমি তো মা কড়া কড়ি,
নেই কোনো বাড়াবাড়ি।

সব মায়েরাই বাসেন ভালো,
ছড়িয়ে দিয়ে স্নেহের আলো।

সব মায়েরাই আদর করেন,
অন্যায় পেলে শ্বাসন করেন।

ভালোবাসার প্রতীক তুমি,
আমার মা যে সোনার খনি।

তাই তো বলি জান্নাত আমার,
পায়ের নিচে মাগো তোমার।
132 Views
11 Likes
6 Comments
3.9 Rating
Rate this: