মন্টু আর ঝন্টু দুই বন্ধুর কথোপকথন।
মন্টু:জানিস ঝন্টু,আমাদের একটা গোয়াল ঘর
ছিল। সেটা এত বড় ছিল যে একটা বাছুর
প্রসব হওয়ার পর গোয়াল ঘরের এক প্রান্ত
থেকে অপর প্রান্তে যেতে যেতে বাছুরটি
বুড়ো
হয়ে মারা যেতো তাও মাথায় পৌঁছাতে
পারত না।
ঝন্টু:বলিস কি। সত্যি নাকি?
মন্টু:হ্যাঁ, সত্যি ছাড়া আমি কি তোকে মিথ্যা
বলব? ঝন্টু:তাহলে তো তুই এটা জানিস না
যে আমাদের বাড়ির সামনে একটা বাঁশ
ঝাড় ছিল। ঐ বাঁশ ঝাড়ে একটা বাঁশ ছিল।
আমাদের বাড়ির উপরে যদি কখনো মেঘ
করত ঐ বাঁশ দিয়ে আমাদের ঘরের
উপরের মেঘ সরিয়ে দিতাম।
মন্টু: বলিস কি?তাহলে তো বাঁশটা খুব বড়
ছিল।
ঝন্টু: হ্যাঁ, কিন্তু ওই বাঁশটা এখন আর নেই।
মন্টু: কেন? বাঁশটার কি হয়েছে?
ঝন্টু:আসলে বাঁশটা কেটে ফেলেছিলাম।
মন্টু:তা এত বড় বাঁশ কেটে কোথায় রেখেছিলি? ঝন্টু:যে গোয়াল ঘরে একটা বাছুর
প্রসব হওয়ার পর গোয়াল ঘরের এক প্রান্ত
থেকে অপর প্রান্তে যেতে যেতে বাছুরটি
বুড়ো হয়ে মারা যেতো তাও মাথায়
পৌঁছাতে পারত না।ঐ গোয়াল ঘরে
রেখেছিলম।
মন্টু আর কোন কথা না বলে বাড়ি ফিরে গেল।
চাপাবাজ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
614
Views
26
Likes
5
Comments
4.1
Rating