হোস্টেলের রুমটি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রমজান মাসের বেশ লম্বা একটা ছুটি, হস্টেলের সব মেয়েরাই বাড়িতে চলে গেছে, আমরা ৩ বান্ধবী শুধু রয়ে গেছি, কারণ সেদিনের ট্রেনের টিকেট আমরা পাইনি। আমাদের হস্টেলটা ছিলো ৩ তলা, আমাদের হস্টেলের নিচ তলায় একেবারে কর্নারে একটা রুম ছিলো, ঐখানে নাকি একটা মেয়ে আত্ম হত্যা করেছে তাই রুমটি লক করা ছিলো। আমরা তিন বান্ধবীদের মধ্যে জুহি ছিলো কীছুটা সাহসী, রুমানা আর আমি একটু ভিতু ছিলাম। সেদিন দুপুরে জুহি আমাদেরকে বলছিলো ঐ রুমটিতে যাওয়ার জন্য আমরা রাজি হইনি, ও একাই চলে গেলো, সন্ধ্যার দিকে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ কারেন্ট চলে যায় রুমানা একটা মোমবাতি জ্বালিয়ে দেয়, আমরা ৩ তলায় বসে ছিলাম, কিন্তু দোতলার সিড়ির কাছে কারো কথার আওয়াজ শুনতে পাই, জুহি বিষয়টা দেখার জন্য যায়, ও গিয়ে দেখে কেউ নেই। ও চলে আসে আমরা কথা বলার আওয়াজটা আবার পাই এবার ৩ জন এক সাথে বিষয়টা দেখার জন্য যাই, এবারও কেউ ছিলো না, আমরা চলে আসার জন্য ঘুরে দাঁড়াতেই নিচ তলায় দেখি কে যেনো নুপুর পরে হেটে যাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছিলো, জুহি বলে চল গিয়ে দেখি কে? রুমানা যেতে চাইছিলো না কিন্তু আমি আর রুহি জোর করাতে রাজি হয় আমরা নিচে গিয়ে দেখি কর্নারের রুমের দরজাটা খোলা, ঐ রুমে টিপটিপ করে একটা লাইট জলছে, রুমটি কে খুলছে আমরা বলবলি করছি জুহি বলে বিকেলে রুমটি আমিই খুলছিলাম, আমরা ৩ জন ভয়ে জোড়সর হয়ে এক সাথে দাড়িয়ে ছিলাম আমি জোরে জোরে দোয়া পড়তে শুরু করি যত টুকু জানি ততটুকুই পড়ছিলাম, দোয়া পড়া শুরু করার সাথে সাথে আমাদের দিকে বিভিন্ন জিনিস পএ ছুটে ফেলছিলো, রুমানা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে, আমর আর জুহির অবস্থা ও খারাপ ভয়ে কেঁদেই দিচ্ছিলাম, হঠাৎ কারেন্ট চলে আসে আর সব কীছু সাভাবিক হয়ে যায়, আমরা কোনো মতো রুমানাকে নিয়ে রুমে চলে আসি, আমরা ৩ জন এক বিছানায় শুয়ে আছি, ভয়ে কারো চোখে ঘুম নাই, টয়লেটে পানি পড়ছিলো, আমি বন্ধ করতে গিয়ে দেখি কল দিয়ে পানি নয় রক্ত পড়ছিলো, তখন মাঝ রাত কাউকে কল দেয়ার উপায় নেই, নেটওয়ার্ক কানেক্টেড হচ্ছে না।টয়লেটের ভেন্টিলেটরে অদ্ভুত এক ছায়া, আমরা ভয়ে হস্টেল থেকে বের হওয়ার জন্য দৌড়ে নিচে যেতে লাগি কিন্তু কোনো এক অদৃশ্য কীছুর সাথে ধাক্কা খাই, দমকা হাওয়া হচ্ছিলো, এত জোরে জোরে দরজা আর জানালা গুলো নড়ছিলো মনে হয় এখনি ভেঙে পড়বে, মেইন গেইটে একটা শব্দ হয় একটা কালো মূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে, হঠাৎ করে ঐখানের সব আলো জলে উঠে, দেখি আমাদের কলেজের হেড ম্যাম উনার বাড়ি হস্টেলের একদম কাছে উনি নাকি মাঝরাতে টয়লেটে যাওয়ার জন্য উঠছে দেখে কে যেনো এত রাতে ছাদে দাড়িয়ে আছে তাই তিনি এসেছেন, উনাকে আমরা সব বলি উনি আমাদেরকে উনার বাসায় নিয়ে যায়। সেই রাতটা ছিলো আমাদের জন্য একটা ভয়ংকর রাত, আমাদের ৩ জনেরি জর চলে আসে, পরদিন ম্যাম বাসায় কল করে আমাদের এসে নিয়ে যেতে বলে, রুমানা প্রচন্ড হয় পেয়েছিলো, ও প্যারালাইস্ট হয়ে গেছে।
453 Views
20 Likes
10 Comments
4.4 Rating
Rate this: