
"কিশোর জীবনে প্রেমনদী" পর্ব-০৩
""কিশোর জীবনে প্রেমনদী"" পর্ব-৩
পরদিন সাতসকালে বিদ্যাপীঠে গিয়ে দেখলাম যে, শ্রেণির কক্ষে কেবল ডজনখানেক ছাত্রছাত্রী ব্যতীত কাউকে দেখা যায়নি। চুপিচুপি করে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, শান্তস্বভাবের লাজুক জাতের ভদ্র ছেলে বলে স্বজন পরিজন কিংবা পড়শিরা অত্যন্ত স্নেহের চোখে দেখেন। অপরিচিত কারো সাথে সহজে মিশার অভ্যাসও চারিত্রিক বৈশিষ্ট্যের মাঝে ছিলো না। কিন্তু .....