*** হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসুল (সঃ) এর কাতেব ছিলো। সে ইসলাম ধর্ম পরিত্যাগ করে মুশরিকদের দলে গিয়া মিশিয়াছিলো। রাসুল (সঃ) তাকে বদদোয়া করিলেন যেনো মাটি তাকে গ্রহন না করে!
তার মৃত্যুর পরে একদিন হযরত আবু তালহা (রাঃ) তার কবরের নিকট গেলেন। দেখিলেন, তার লাশ কবরের বাহিরে পড়ে আছে। তিনি স্হানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এ কি ব্যাপার? তোমরা তাকে দাফন করো নাই কেনো?
তারা জবাবে বললো, কয়েকবারই আমরা তাকে দাফন করেছিলাম। কিন্তু কবর তাকে বারবার বাহিরে ফেলিয়া দেয়। অবশেষে কোন উপায় না পেয়ে আমরা তাকে বাহিরে ফেলিয়া রেখেছি। ******৷
এক ব্যক্তিকে কবর গ্রহন করিলো না
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
197
Views
9
Likes
3
Comments
5.0
Rating