তুমি আসবে বলে,

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
** তুমি আসবে বলে **
সেজেছি আমি নতুন সাজে।

** তুমি আসবে বলে **
অপেক্ষায় আছি পথ চেয়ে।

** তুমি আসবে বলে **
সূর্যকে বলেছি আজ প্রখর রোধ কমাতে।

***তুমি আসবে বলে ***
চাঁদ কে বলেছি নতুন জ্যোৎস্না নিয়ে উদিতো হতে।

**** তুমি আসবে বলে ***
প্রকৃতিকে বলেছি নতুন সাজে সাজতে। 

** তুমি আসবে বলে **
শিউলি ফুলের গন্ধে সুর তুলছে ঘর।

** তুমি আসবে বলে **
চুপ করে বসে আছি ঘরের এক কোনে, আর ভাবছি তোমাই নিয়ে।

*****- তুমি আসবে বলে *****
223 Views
7 Likes
0 Comments
4.7 Rating
Rate this: