
ফিরে আসো
দুর্গন্ধময় মাটি ও এক ফোঁটা বীর্য।
নারী পুরুষের মিলনের ফলে তোমার সৃষ্টি।
৩১০ দিন অন্ধকার গর্তে পড়েছিলে তুমি।
ছিলো না কোনো পানি আলো বা বাতাস,,,,
ছিলো না কোনো খাদ্য বা পানীয়,,, তুমি বেঁচে ছিলে মাসের পর মাস ধরে, বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছিল??!!
মায়ের পেটে ছিলে তুমি। তোমাকে দেখে রাখার .....