ফজরের সালাত

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সেদিন আসবে কবে
যেদিন নামাজী ভরবে মসজিদ
গমগম করবে সকাল
বুঝবে ফজর নামাজের তাকিদ।

পাখি, তারা তো অবলা
তারাও উঠে যায় ভোরেরই বেলা
জিকিরে ভরিয়ে দেয়
জানিয়ে দেয় জিকিরে করোনা হেলা।

যদি হয় দুনিয়াবী
কঠিন ভারী অসময়ে কোনো কাজ
চুপ করে থাকবে কি?
করবেই সেটা কপালে নিয়ে ভাঁজ।

জানো কি তা তুমি ভাই
ফারিশতা এসে ফজরের স্বলাতে
বরকত দিয়ে যায়
তারা পায় যারা চাই ভাগ্য ফেরাতে।

এসো, চলো নামাজে
ডাক দিয়ে চলো আজই মসজিদে
সমাজ গড়ব আজ
চলো নামাজে চলো আজ মসজিদে।

চলো নিরাপদ হই
স্বলাতে চলো পায়ে হেটে ফজরের
ডুব দিই রহমতে
অঙ্গীকার তো কোরআন হাদিসের।

মুমিনের জন্য নয়
মোটেও কঠিন কোনো কাজ ফজর
মুনাফিকের অন্তরে
থাকে হাজার অজুহাত ও ওজর।।
566 Views
8 Likes
2 Comments
4.6 Rating
Rate this: