
মৃত্যু!
মৃত্যু! সে কি আশ্চর্য!
আসে হঠাৎ, আসে একবার
আসে নাকি পুনশ্চ?
না, না, সে তো আসেই একবার।
অমোঘ শক্তি তাঁর
নেই তাঁর কোনোই প্রতিকার
করবেই শিকার
ক্ষমতা তাঁর আছে দুর্নিবার।
ছিল কত রাজন
গেলো তারা সব কোথায় চলে
ছেড়ে কত স্বজন
যেতেই তো হলো রাজত্ব ফেলে।
ছিল গরিব কত
তারাও .....