আশা নিয়ে চলে লতা
উঠিবে মাঁচায়,
ঝড়ো হাওয়ায় মাটিতে যে
ফেলে দিল হায়!
আধিক সুদৃঢ় হয়ে লতা
কঞ্চিতে আঁকড়িয়ে ধরে,
তাই তো সে একদিন ফুলে ফলে
মাচাটিকে ভরে।
মিছে তবে কেন তুমি
কালো কর মন,
শোক তাপ মন থেকে
কর নির্বাসন।
হোঁচট খেয়ে যদি
পরে থাকো ঠাঁয়,
তুলিবে না কেহ তবে
মজিবে সেথায়।
নিজ বলে তোমাকে
হতে হবে দাঁড়,
সাবধানে পা টিপে চল যেন
হোঁচট না খাও আর।
বাঁধা পেয়ে মিছে সময়
করোনা বৃথা
কঠিন কঠোর পথেই
আসে সফলতা
সফলতা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
264
Views
9
Likes
2
Comments
4.6
Rating