নীল আকাশের পাখি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নীল আকাশের পাখি তোরা
কোথায় গেছিস উড়ে
আয় নারে ঘুরে আবার
দেখি দুচোখ ভোরে।

কোন গাছতে লুকিয়ে থাকিস
কোন গাছেতে বাসা বাঁধিস
পাইনা যে তোদের দেখা
আমার মনের কাছে ওরে।

অনেক রঙিন রঙের মেলা
দেখাস তোরা মজার খেলা
তাইতো তোদের বলি আবার
আয়রে রে তোরা আয়।

অচিন দেশের পাখি
তোরা নীল আকাশের পাখি
কত শোভায় ঘুরিস তোরা
সারা আকাশময়।

ঘুম ভাঙানী মাসি তোরা
ছিলি ঘরের কোনে
কোন ঝড়ে তে গেলি উড়ে
এমন খরার দিনে।

দুচোখ আমার জলে ভরে
পাইনা কেন তোদের দেখা
কোন দেশেতে চলে গেলি
আছিস যে কোন খানে।।
320 Views
10 Likes
0 Comments
5.0 Rating
Rate this: