
অবুঝ জাতের মাইয়া
""অবুঝ জাতের মাইয়া""
গ্রামীণ পরিবেশের এক রূপবতী-
অবুঝ জাতের মাইয়া,
প্রতিটা দিনই হাঁটাহাঁটি করতো-
নদীর তীরে যাইয়া।
নিঃসঙ্গতার বোঝাগুলি তাঁর-
ছিল অতিশয় ভারী,
পরিবারহীন আলয়ে রয়তো-
একাকিত্বে সেই নারী।
বিকেল বেলায় আনাগোনা তাঁর-
হয়তো বেশি নদীতে,
ফেরার পথে প্রায়শই দেখতেন-
জনৈক ব্যক্তি কাঁদিতে।
দীর্ঘদিন ধরেই প্রদর্শন করতো-
লোকটির সান্নিধ্যে আসে,
.....