
কবি জীবনের মনস্তাপ
""কবি জীবনের মনস্তাপ""
যাঁরা পদ্য কাব্য কবিতা লেখেন-
কবি হিসাবে তাঁরা খ্যাত,
ছন্দ তাল মাত্রার বিকাশ ঘটলে-
সবার সান্নিধ্যেই বিখ্যাত।
দিবানিশিতে কতই সাধনার সহিত-
বাস্তব-অবাস্তব লিখে যায়,
প্রেমপ্রীতি প্রকৃতি নিয়ে সৃষ্টি করে-
সৃজনময় রূপকথাও তায়।
খেয়ে না খেয়ে সদা জাগ্রত মননে-
নব নব সাহিত্য কথা ভাবে,
স্বাস্থ্যকর আহার করুক না .....