একই শহরে অচেনা আমরা

পলাশ
পলাশ
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
একই শহর, একই পথ,
তবু আমরা এখন অচেনা।
যেখানে একদিন হাত ধরে হাঁটতাম,
আজ সেখানে চোখ নামিয়ে চলি দু’জনেই।

বৃষ্টি নামে,
সেই পুরনো কফির দোকানের সামনে থেমে যাই।
তোমার হাসি, তোমার কণ্ঠ,
এখন শুধু কফির গন্ধে লুকিয়ে থাকা স্মৃতি।

তুমি নাকি সুখে আছো অন্য কারো সাথে,
শুনেছি, কিন্তু বিশ্বাস করতে মন চায় না।
আমার কাছে সুখ মানেই তুমি—
আর তোমার কাছে আমি শুধু অতীত।

একদিন যদি হঠাৎ ফিরে আসো,
এই শহরের কোন এক বৃষ্টিভেজা দুপুরে,
আমি এখনও বসে আছি
সেই টেবিলে,
যেখানে তুমি বলেছিলে— “কখনো ছেড়ে যাব না।” 💔
403 Views
9 Likes
3 Comments
4.9 Rating
Rate this: